reporterঅনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর, ২০২১

বুয়েটে ২৩ জনের চাকরির সুযোগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ১৫টি বিভাগে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। পদগুলোর জন্য আবেদন করা যাবে অক্টোবর পর্যন্ত।

যেভাবে আবেদন : আবেদনের জন্য নির্ধারিত ফরম বুয়েটের ওয়েবসাইট (regoffice.buet.ac.bd) থেকে ডাউনলোড করতে হবে। আবেদন ফরমে আগের বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল যোগদানের তারিখ উল্লেখ করে রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।

পদের বিবরণ বেতন স্কেল

চিফ মেডিকেল অফিসার: জন

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ টাকা

ফিজিক্যাল ইনস্ট্রাক্টর: জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

ইমাম: জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

* রেজিস্ট্রার অফিস

ডেপুটি রেজিস্ট্রার: জন

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ টাকা

লিগ্যাল অ্যাডভাইজার/সহকারী রেজিস্ট্রার: জন

বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফিসার: জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

* আইটিএন সেন্টার

রিসার্চ অফিসার (টেকনিক্যাল/রিসার্চ): জন

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ টাকা

রিসার্চ অফিসার: জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

* কেমিকৌশল বিভাগ

এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার: জন

বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা

* গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার: জন

বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা

* কেন্দ্রীয় লাইব্রেরি

প্রোগ্রামার: জন

বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা

* দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট

প্রোগ্রামার: জন

বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা

সহকারী প্রোগ্রামার: জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

* ভাইস চ্যান্সেলর অফিস

সহকারী রেজিস্ট্রার (কো-অর্ডিনেশন): জন

বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা

* পরিকল্পনা উন্নয়ন পরিদপ্তর

সহকারী পরিচালক (পরিকল্পনা): জন

বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা

যন্ত্রকৌশল বিভাগ

ইনস্ট্রাক্টর ইন ড্রাফটিং (এমই): জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

* প্রকৌশল অফিস

প্রশাসনিক অফিসার: জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

* বুয়েট-জিডপাস

সহকারী প্রোগ্রামার: জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

* ডিএইআরএস অফিস

প্রশাসনিক অফিসার: জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

সহকারী ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার: জন

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

* তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগ

সহকারী টেকনিক্যাল অফিসার: জন

বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

* পানিসম্পদ কৌশল বিভাগ

সহকারী টেকনিক্যাল অফিসার (ড্রাফটিং): জন

বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

আবেদনের যোগ্যতা

পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

সূত্র : প্রথম আলো

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রুয়েট,চাকরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close