
ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের ক্ষমা ঘোষণা

চার বছর আগে ক্ষমতা হস্তান্তরের সময় মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় গ্রেফতার দেড় হাজার সমর্থককে ক্ষমা করে দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কিছু পরই তাদের ক্ষমা করে দেন ট্রাম্প। খবর বিবিসির।
ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় করা মামলার প্রধান আইনি কৌঁসুলি ড্যারেক স্ট্রম বলেন, বন্দীরা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দিবাগত রাতের আগেই ওয়াশিংটনের কারাগার থেকে মুক্তি পাবেন বলে তিনি আশা করছেন।
ক্যাপিটলে দাঙ্গায় জড়িত হাজার দেড়েক সমর্থককে মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি তা বাস্তবায়ন করলেন।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে। নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল ট্রাম্পের। তবে সেই প্রক্রিয়ায় বাধা দিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের হাজার হাজার সমর্থক। ট্রাম্প তাদের উস্কে দিয়েছিলেন বলেও অভিযোগ ওঠে।
চার বছর পর নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও হোয়াইট হাউজের মসনদে ফেরে আসেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এবার শান্তিপূর্ণভাবেই মার্কিন কংগ্রেস তার কাছে ক্ষমতা হস্তান্তর করে।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই কিছু নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আগেই সবাইকে হতবাক করার মতো এমন সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।
দায়িত্ব গ্রহণের পর বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন ট্রাম্প। এছাড়া আরও কিছু আদেশে সই করেছেন। এ সময় ক্যাপিটল হিলে হামলা করা দেড় হাজার দাঙ্গাবাজকে ক্ষমা করে দেন তিনি।
এর আগে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সবার উপস্থিতিতে ধর্মীয় গ্রন্থ বাইবেলের ওপর হাত রেখে শপথ পাঠ করেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। তিনিই হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ক্ষমতায় বসা প্রেসিডেন্ট। এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ট্রাম্প।
পিডিএস/এমএইউ