reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০২৫

ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানালেন বাইডেন

হোয়াইট হাউজে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়ে বাইডেন বলেন, ‘স্বাগতম বাড়িতে’।

দুই প্রেসিডেন্টই সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি। তারা একসঙ্গে হোয়াইট হাউজের ভেতরে প্রবেশ করেন তারা।

এর আগে, বাইডেনকে তার অনুভূতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভালো। আজই তার হোয়াইট হাউজে শেষ দিন।

হোয়াইট হাউজে ট্রাম্প ও বাইডেন চা চক্রে মিলিত হবে। এই বৈঠকটি হবে রুদ্ধদ্বার। সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকবে না।

১৮৩৭ সালে প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বিউরেন ও অ্যান্ড্রু জ্যাকসনের সময় এই চা চক্রের ঐতিহ্য শুরু হয়। তবে ২০২১ সালে, ট্রাম্প বাইডেনকে চায়ের জন্য আমন্ত্রণ জানাননি। ২০২০ সালের নির্বাচনে নিজেকে জয়ী দাবি করে এই ঐতিহ্য ভঙ্গ করেন তিনি।

এর আগে, ভাইস প্রেসিডেন্ট-নির্বাচিত জে ডি ভ্যান্সকে হোয়াইট হাউজে স্বাগত জানান বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

হোয়াইট হাউজে যাওয়ার আগে ট্রাম্প এবং ভ্যান্স পরিবারসহ ওয়াশিংটনের সেন্ট জন’স চার্চ-এ প্রার্থনা সার্ভিসে অংশগ্রহণ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close