
বিদায়ী ভাষণে জো বাইডেন
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে

ক্ষমতার মেয়াদ শেষে হোয়াইট হাউস থেকে বিদায় নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বিদায়ী ভাষণ দেন তিনি। বলেন, একটি গুণগত রাজনীতির জন্য চেষ্টা করেছেন তবে তা এখন দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে। খবর-সিএনএন
জো বাইডেন বলেন, ‘দেশকে এমন কিছু বিষয়ে সতর্ক করতে চাই; যার জন্য আমি উদ্বিঘ্ন। এবং এটি একটি বিপজ্জনক উদ্বেগ। তা হলো- খুব অল্প সংখ্যক অতি-ধনী লোকের হাতে ক্ষমতা কুক্ষিগত হতে হতে যাচ্ছে, যা বিপজ্জনক। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।’
মার্কিনদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বাইডেন বলেন, মার্কিনরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়েছে। এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে।
ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়েও বাইডেন বলেন, ‘জলবায়ু পরিবর্তন রোধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, ক্ষমতাশালীরা তাদের অনিয়ন্ত্রিত প্রভাব খাঁটিয়ে সেগুলো নষ্ট করে দিতে চায়।’ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন ইস্যুকে এর আগে তামাশা বলে মন্তব্য করেছিলেন।
পিডিএস/এমএইউ