reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০২৪

দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী চোই বিয়াং-হিয়াক

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগপত্র দেওয়ার পর নতুন প্রতিরক্ষামন্ত্রী চোই বিয়াং-হিয়াকের নাম ঘোষণা হয়। খবর রয়টার্সের।

মনোনীত নতুন প্রতিরক্ষামন্ত্রী চোই সম্পর্কে ইউনের চিফ অফ স্টাফ চাং জিন-সুক বলেন, চোই একজন নীতিবান ব্যক্তি, যিনি নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন এবং আইন মেনে চলেন।

সামরিক আইন জারির দায় মাথায় নিয়ে বুধবার পদত্যাগ করেন কিম ইয়ং। আগের দিন মঙ্গলবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে হঠাৎ করে দেশে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন।

সামরিক আইন জারির খবরে দেশটির সেনারা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। তবে আইনপ্রণেতারা তাদের রুখে দেন। সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর বিক্ষোভের মুখে তা প্রত্যাহারের ঘোষণা দেন ইউন।

এদিকে, সামরিক আইন জারির জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া। অভিশংসনের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ইউন। ছয়টি দল নিয়ে গঠিত বিরোধী দলগুলোর একটি জোট বুধবার প্রেসিডেন্টের অভিশংসন চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব জমা দিয়েছে।

প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ওপর স্থানীয় সময় আগামী শনিবার সন্ধ্যা ৭টায় ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা চুসান ইলবো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চোই বিয়াং-হিয়াক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close