reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০২৪

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৩৩

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৩৪ জন।

বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার পর গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২৮২ জনে। এছাড়াও মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪ হাজার ৮৮০ জনে।

‘তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close