উত্তাল ইসলামাবাদ, লড়াই করে যাওয়ার ঘোষণা ইমরানের
পাকিস্তানের ইসলামাবাদের ডি চকের দৃশ্য দেশটির চলমান পরিস্থিতি থেকে একেবারেই আলাদা। মাত্র কয়েক ঘণ্টা আগে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীরা ব্যারিকেড ভেঙে স্কোয়ারে পৌঁছায় এবং দখলের চেষ্টা করে। কিন্তু পরে নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দিয়ে এলাকায় নিয়ন্ত্রণ নেয়। তবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
পিটিআই কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা কর্মীরা এখন ডি চকের নিয়ন্ত্রণ নিয়েছে এবং বুশরা বিবির কন্টেইনারগুলো ৭তম অ্যাভিনিউয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে। একইসঙ্গে আশপাশের এলাকার বাজারগুলো আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রাত নামালেও ইসলামাবাদের চলমান এই উত্তেজনা বিরাজ করছে। কারণ, পিটিআই সমর্থকরা আশেপাশের এলাকায় পুনরায় সংগঠিত হচ্ছে। তবে আপাতদৃষ্টিতে তারা এখন সংঘর্ষ এড়িয়ে যাচ্ছে।
কারাগার থেকে ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনুসারীদের ‘শেষ পর্যন্ত লড়াই’ করার এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
পার্শ্ববর্তী শহরগুলো থেকে পুলিশ ও আধাসামরিক বাহিনীকে রাজধানীতে ডাকা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ইসলামাবাদে বিক্ষোভের ইতিহাস অনুযায়ী বিশেষ করে পিটিআই এবং ইমরান খানের নেতৃত্বে যেসব বিক্ষোভ হয়েছে সেগুলো কোনো না কোনোভাবে অব্যাহত ছিল।
অতীতেও পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচিগুলো চলমান ছিল এবং নিরাপত্তা বাহিনীর তাদের ছত্রভঙ্গ করার পরেও তারা পুনরায় সংগঠিত হয়েছে।
পিডিএস/এমএইউ