reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০২৪

ইসরায়েলি বর্বরতা

গাজা-লেবাননে প্রাণহানি ৪৮ হাজার ছাড়াল

উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের ওপর বসে আছেন কয়েকজন ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত আছে।

দখলদার দেশটির হামলায় সোমবার লেবাননে আরো ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। এছাড়া গাজাতেও নতুন করে প্রাণহানির খবর এসেছে। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এই দুই দেশে নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়ে গেছে। খবর আলজাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলায় বিধ্বস্ত স্থাপনার নিচে এখনো অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

অন্যদিকে গাজা শহরে ইসরায়েলি হামলায় ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শহরটিতে তিনটি মারাত্মক ইসরায়েলি হামলা হয়েছে। আজ-জারকা এলাকায় হামলায় নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে হামলায় তিনজন এবং জেইতুন এলাকায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজা-লেবানন,প্রাণহানি,ইসরায়েলি হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close