গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পকে আরবদের চাপ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছেন দেশটির মুসলিম ও আরব বংশোদ্ভূত মার্কিন ভোটাররা। নির্বাচনের আগে তাদের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত পূরণের দাবি জানিয়েছেন আরব-মার্কিন ভোটাররা। খবর আনাদোলু এজেন্সি ও আরব নিউজের।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অবস্থিত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হয়েছেন এমন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাণিজ্যিক সংস্থা মিনা আমেরিকান চেম্বার অব কমার্সের (এমএসিসি) পক্ষ থেকে ট্রাম্পকে অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই চিঠি পোস্টও করেছে এমএসসিসি। চিঠিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ভোট চেয়ে গত ২৬ অক্টোবর লেবানিজ-আমেরিকান ভোটারদের উদ্দেশে চিঠি দিয়েছিলেন আপনি, পুরো আরব-মার্কিন কমিউনিটি সেই চিঠিতে সাড়া দিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আপনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। এই নির্বচনে আরব-আমেরিকান ভোটারদের একটি বড় অংশই আপনাকে ভোট দিয়েছে।
এতে আরো বলা হয়েছে, ‘আমরা একান্তভাবে আশা করছি গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার লক্ষ্যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন অবিলম্বে প্রভাব বিস্তার করা শুরু করবেন। আমরা বিনয়ের সঙ্গে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে, গত ২৬ অক্টোবর যে খোলা চিঠি আপনি দিয়েছিলেন, তার সঙ্গে আরব-আমেরিকান মুসলিমদের এই আকাঙ্ক্ষা সঙ্গতিপূর্ণ।’
আরব ভোটাররা আরো বলেছেন, ‘পরিশেষে আমরা বলতে চাই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা থেকে আসা নাগরিক ও ভোটারদের সংখ্যা ৩৫ লাখেরও বেশি। তাদের একটি বড় অংশই সুইং স্টেটগুলোয় থাকেন এবং এই ভোটারদের অধিকাংশই আপনাকে ভোট দিয়েছেন। আমাদের আশা, আপনি আপনার এই সমর্থকের ন্যায্য দাবির প্রতি সম্মান জানাবেন।’