ইসরায়েলি আগ্রাসন বন্ধে আলোচনায় আরব-মুসলিম নেতারা
গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা করতে সৌদি আরবে সোমবার (১১ নভেম্বর) এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা সৌদি আরব গেছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর আল আরাবিয়া
গত অক্টোবরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল ও ফিলিস্তিনের সঙ্গে চলমান সংঘাত সমাধানে দ্বিরাষ্ট্র গঠনে আলোচনার জন্য এই সম্মেলনের ঘোষণা দেয়।
গতকাল রবিবার সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলতে আগত অতিথিরা ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে আলোচনা করবেন।
এক বছর পর একই ধরনের সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব। কায়রো ভিত্তিক আরব লীগ এবং জেদ্দা ভিত্তিক ইসলামিক করপোরেশন অর্গানাইজেন (ওআইসি)’র নেতারা এতে যোগ দিবেন। গত বছর একই ধরনের সম্মেলনে যোগ দিয়ে এসব নেতারা ইসরায়েলি হামলাকে বর্বর বলে মন্তব্য করেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। পরে হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। যা এখনও চলছে। এ হামলায় ৪৩ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধু তাই নয় যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও।
পিডিএস/এমএইউ