reporterঅনলাইন ডেস্ক
  ১০ নভেম্বর, ২০২৪

ইসরায়েলি হামলায় আরো ৪৪ ফিলিস্তিনি নিহত

উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের ওপর বসে আছেন কয়েকজন ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ৫৫০ ছাড়িয়েছে। একই সঙ্গে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় আরো ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫৫২ জনে পৌঁছেছে। নিরলস ইসরায়েলি বর্বরতায় আরো অন্তত এক লাখ ২ হাজার ৭৬৫ জন ব্যক্তি আহত হয়েছেন। গাজাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজায় ইসরায়েলি হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close