reporterঅনলাইন ডেস্ক
  ০৯ নভেম্বর, ২০২৪

ট্রাম্পের জয়ে অর্থনীতিতে চাঙ্গা ভাব যুক্তরাষ্ট্রে

ফাইল ছবি

মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের প্রভাব পড়েছে মার্কিন পাড়ায়। একদিকে বাড়ছে শেয়ারবাজারে সূচক অন্যদিকে ডলার ও বিটকয়েনের দাম। সব মিলিয়ে যেন এক দারুন শুরু মার্কিন অর্থনীতির। মাত্র একদিনেই ৬৪ বিলিয়ন ডলার লাভের মুখ দেখলেন শীর্ষ ১০ ধনী। যার মধ্যে ইলন মাস্কের একারই সম্পদ বেড়েছে সাড়ে ২৬ বিলিয়ন ডলার। শুরু থেকেই যিনি ছিলেন ট্রাম্পের একনিষ্ট সমর্থক।

দ্বিতীয়বারের মতো জয়ের মুকুট নিয়ে আবারো মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী এই ফলাফলে শুধু ট্রাম্প নয় বরং ভাগ্য খুলেছে ব্যবসারও। শেয়ারবাজারে উত্থান, ডলার কিংবা বিটকয়েনের দাম সব কিছুতেই চোখে পড়েছে জয়ের প্রভাব। একদিনের ব্যবধানেই মার্কিন শীর্ষ ১০ ধনীর সম্পদ বেড়েছে ৬৪ বিলিয়ন ডলার।

ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচারণা থেকে তহবিল সংগ্রহ পর্যন্ত সরব ছিলেন ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, ল্যারি এলিসনসহ শীর্ষ ধনীরা। জয়ের পর আসছে তারই প্রতিদান। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স বলছে, মাত্র একদিনে টেসলার শেয়ার বেড়েছে ১৫ শতাংশ। আর ইলন মাস্কের সম্পদ বেড়েছে সাড়ে ২৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকল কর্পোরেশনের ল্যারি এলিসনের সম্পদ বেড়েছে ২৩ ও ২০ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গ আরও জানায়, লাভের কারণে হয়েছে শেয়ার বাজারে দরের উত্থান। নির্বাচনের পরেই মার্কিন স্টক মার্কেটের সার্বিক সূচক বেড়েছে আড়াই শতাংশ। পাশাপাশি বেড়েছে ডলারের দামও। এরই সাথে বিটকয়েনের দাম ছাড়িয়েছে ৭৬ হাজার ডলার।

ঐতিহাসিক এমন জয়ের পর মার্কিন অর্থনীতিতে বিশেষ করে শেয়ার বাজার ও ডলারের উত্থান আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রাম্প,যুক্তরাষ্ট্র,অর্থনীতি,মার্কিন নির্বাচন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close