ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে শতাধিক নিহত
গাজা এবং লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গাজার বিভিন্ন এলাকা চালানো হামলায় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন, এর মধ্যে গাজার উত্তরে ৪২ জন নিহত হয়েছেন।
এদিকে লেবাননের পাবলিক হেলথ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৩ জন লেবানিজ নিহত এবং ১৬১ জন আহত হয়েছেন। এছাড়া, সিডন শহরের উত্তরে একটি গাড়িতে হামলার সময় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) ছয়জন মালয়েশিয়ান শান্তিরক্ষী সামান্য আহত হন।
উল্লেখ্য, গাজায় ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন। একই দিন হামাসের আক্রমণে ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ অপহৃত হন।
অপর দিকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৩ হাজার ১০৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৩ হাজার ৮৫৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র: আল-জাজিরা