নিজেকে জয়ী ঘোষণা করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন ম্যাজিক ফিগারের খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন, যার মানে তার জয় প্রায় নিশ্চিত। ট্রাম্প বর্তমানে ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন, অপর দিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ২১৪টি ভোটে এগিয়ে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প পেনসিলভেনিয়া রাজ্যে জয়লাভ করেছেন, যেখানে ১৯টি ইলেকটোরাল ভোট ছিল। এই রাজ্যটি জয়ের পর তার মোট ভোট সংখ্যা ২৬৭টি নিশ্চিত হয়েছে, যা তাকে প্রেসিডেন্ট হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। এছাড়া, নেভাদা, অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, মিনেসোটা ও আলাস্কায়ও ট্রাম্প এগিয়ে রয়েছেন। গত নির্বাচনে এসব রাজ্যে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ফিরে এসেছেন সাবেক এই প্রেসিডেন্ট।
ট্রাম্পের এখন আর মাত্র কয়েকটি ইলেকটোরাল ভোটের প্রয়োজন, এবং রিপাবলিকান সমর্থকরা এখনই আনন্দে মেতে উঠেছেন। আলাস্কা ও হাওয়াই রাজ্যের ভোটগণনা শেষ হওয়ার পর, বেশিরভাগ দোদুল্যমান রাজ্যেও ট্রাম্প এগিয়ে আছেন।
এদিকে, বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, ভোটাররা প্রধানত গণতন্ত্র ও অর্থনীতির বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন। এর আগে মার্কিন গোয়েন্দারা রাশিয়া এবং অন্যান্য 'প্রতিপক্ষ' দেশগুলোর হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল।
জয়ের আভাস পাওয়ার পর ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভাষণ দেন, যেখানে তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স। তিনি তার এই জয়কে ‘রাজনৈতিক বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।
পিডিএস/এমএইউ