reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০২৪

যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি, প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত ইসরায়েলের

ফাইল ছবি

যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি জানানোয় প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সংক্ষিপ্ত এক চিঠিতে নেতানিয়াহু গ্যালান্তকে বলেছেন, এই চিঠি পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে আপনার মেয়াদ শেষ হবে।

চিঠির শেষে নেতানিয়াহু লেখেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য আপনাকে ধন্যবাদ। গ্যালান্টের স্থলাভিষিক্ত হবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গিডিয়ান সার। যদিও এর আগে এ পদে তার দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা নেই।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধের শুরুতে ইয়োভ গ্যালান্টের সঙ্গে বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না। তবে যুদ্ধের শেষে এসে বিশ্বাসের ফাঁটল ধরেছে।

নেতানিয়াহু বলেন, যুদ্ধ পরিচালনায় তারা অস্বীকৃতি জানিয়েছে। ইয়োভ গ্যালান্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং বিবৃতি দিয়েছেন যা মন্ত্রিসভার সিদ্ধান্ত বর্হিভূত।

গ্যালান্তের বিরুদ্ধে পরোক্ষভাবে ইসরায়েলের ‘শত্রুদের’ সহায়তা করার অভিযোগও তোলেন নেতানিয়াহু।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেতানিয়াহু,যুদ্ধ,প্রতিরক্ষামন্ত্রী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close