reporterঅনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর, ২০২৪

নর্থ ক্যারোলাইনায় শেষ মুহূর্তের প্রচারে ট্রাম্প-কমলা

আর মাত্র একদিন পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ৬০তম নির্বাচনে ট্রাম্প না হ্যারিস, কে জিতবেন তা সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের ওপর নির্ভর করছে বলে জানাচ্ছে মার্কিন গণমাধ্যম ও নির্বাচনী বিশ্লেষকরা।

এই সাত অঙ্গরাজ্যের একটি নর্থ ক্যারোলাইনা। শেষ মুহূর্তের প্রচারে শনিবার দক্ষিণপূর্বাঞ্চলীয় দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় যান ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স ও বিবিসির।

এ নিয়ে টানা চার দিন ধরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প একই দিন একই অঙ্গরাজ্যে প্রচার চালাতে গেলেন।

নর্থ ক্যারোলাইনায় শেষ মুহূর্তে প্রচারে নিজ নিজ জনসমর্থন আরো কিছুটা বাড়ানোর চেষ্টা করছেন দুই প্রার্থী। প্রায় সব জনমত জরিপে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাবের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাত কোটিরও বেশি আমেরিকান ইতোমধ্যে তাদের ভোট দিয়ে দিয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নর্থ ক্যারোলাইনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close