reporterঅনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বিয়ে করায় সাবেক স্বামীর বাড়িতে আগুন

ছবি : প্রতিদিনের সংবাদ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সাবেক স্বামী আবারও বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। যদিও বছর তিনেক আগেই তাদের বিচ্ছেদ হয়েছিল। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই নারীর দেওয়া আগুনে তার সাবেক স্বামীর ভাই দগ্ধ হয়েছেন এবং নববিবাহিত দম্পতির ঘরেও আগুন লেগে যায়।

পুলিশ বলছে, আদনান নামের ওই ব্যক্তি তিন বছর আগে ঝগড়ার জেরে তার তৎকালীন স্ত্রী সালেহাকে তালাক দিয়েছিলেন। তবে গত শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রোববার তার বউভাতের অনুষ্ঠান ছিল এবং এসময় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

জিও নিউজ বলছে, লোকটি যখন তার বিয়ের অনুষ্ঠানে ছিল তখন তার সাবেক স্ত্রী তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানিয়েছে, ওই নারী তার বোন ও ভগ্নিপতিকে নিয়ে তার সাবেক স্বামীর বাড়িতে আগুন দিয়েছে। তারা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close