অনলাইন ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৪
ইসরায়েলি হামলা
গাজায় আরো ২৮ ফিলিস্তিনি নিহত
গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে অবরুদ্ধ ভূখণ্ডটিতে দখলদার ইসরায়েলের হামলায় ৪১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৯৫ হাজারেরও বেশি মানুষ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। সবচেয়ে ভয়াবহ হামলা হচ্ছে দক্ষিণ গাজার খান ইউনিসে। ভয়ংকর অবস্থা উত্তর গাজারও। সেখানে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন একটি পরিবারের প্রায় সব সদস্যই।
গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এরপর গাজা শহরে দুটি ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন