reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ইসরায়েলি হামলায় আরো ২৬ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো ২৬ জনকে হত্যা করেছে ইসরায়েল। শনিবার দিনভর বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরীহ এসব মানুষকে হত্যা করে দখলদার বাহিনী। এদিন গাজা শহরে বাস্তুচ্যুত লোকদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুল ভবনেও তাণ্ডব চালায় ইসরায়েলিরা। সেখানে অন্তত পাঁচজনকে হত্যা করেছে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, গত ৭ অক্টোবরের পর থেকে অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৪১ হাজার ১৮২ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৯৫ হাজার ২৮০ জন। আরো বহু মানুষ এখনো নিখোঁজ। ইসরায়েলের হামলায় তারাও প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের তাল আস-সুলতান এলাকায় বোমা মেরে বিভিন্ন আবাসিক ভবন উড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাফাহর পশ্চিমে আল-মাওয়াসি এলাকার ভবনগুলোতেও বোমা ফেলছে দখলদার বাহিনী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিলিস্তিনি নিহত,ইসরায়েলি হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close