অনলাইন ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৪
এবার ভারতে শনাক্ত মাঙ্কিপক্স
ভারতে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পশ্চিম আফ্রিকা থেকে ভারতে এসেছেন। এরই মধ্যে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওই যুবক এমপক্সের পশ্চিম আফ্রিকার প্রজাতির দ্বারা সংক্রামিত হয়েছেন। তিনি এখন সুস্থ রয়েছেন। তার অন্য কোনো শারীরিক সমস্যা নেই।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার একটি নির্দেশিকা দিয়ে রাজ্যগুলোকে এমপক্স ভাইরাস নিয়ে সতর্ক করেছে। নির্দেশিকায় পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। কেউ সংক্রমিত হলে বা সংক্রমিত হয়েছে বলে সন্দেহ হলে, তাকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। সেজন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন