reporterঅনলাইন ডেস্ক
  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫১

অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা

ইউক্রেনের পোলতাভা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি ও আলজাজিরার।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত পোলতাভা শহরে মঙ্গলবার সকালে একটি সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান ও এর পাশের হাসপাতালে এ হামলা চালানো হয়েছে। এতে একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

হামলাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। আড়াই বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে অন্যতম মারাত্মক হামলা এটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই হামলার জন্য ‌‌‌‘রুশ দুষ্কৃতকারীদের’ দায়ী করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্ষেপণাস্ত্র হামলা,ইউক্রেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close