জিম্মিদের মৃত্যু
ইসরায়েলিদের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ইসরায়েলিদের কাছে ক্ষমা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাফাহ শহরের এক সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির মৃতদেহ উদ্ধারের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমা চান তিনি।
গণবিক্ষোভের পর সোমবার জনগণের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে নেতানিয়াহু বলেন, জিম্মিদের মুক্ত করতে আমার চেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ কেউ নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গাজায় হামাসের হাতে বন্দি ছয় জিম্মিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু।
গাজায় অভিযান অব্যাহত রাখলে আরও জিম্মির লাশ পরিবারের কাছে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেছে হামাস। এরপরপরই ইসরায়েলিদের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। তবে এখনও তিনি যুদ্ধবিরতিতে রাজি নন। বিশেষ করে দক্ষিণ গাজার মিসরের সীমান্তে ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েনের বিষয়ে অনঢ় তিনি। অথচ জিম্মিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি একটি প্রধান ইস্যু। কারণ হামাস এখানে কোনো ইসরায়েলি সেনার উপস্থিতি প্রত্যাখ্যান করেছে।
এছাড়া যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে নেতানিয়াহুর শর্তের বিষয়ে অনঢ় অবস্থান হতাশ করেছে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের।