ট্রাম্প-কমলার প্রথম মুখোমুখি বিতর্ক ১০ সেপ্টেম্বর
নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বিতর্কে অংশ নেবেন। ১০ সেপ্টেম্বর সংবাদমাধ্যম এবিসিতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রথম মুখোমুখি বিতর্ক হতে চলেছে।
এদিকে ফ্লোরিডার পাম বিচের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ৪ ও ২৫ সেপ্টেম্বর কমলার সঙ্গে আরও দুটি বিতর্কে অংশ নিতে চান, যেগুলো ফক্স ও এনবিসিতে সম্প্রচার করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমলা হ্যারিস বলেছেন, অবশেষে ট্রাম্প রাজি হয়েছেন। তার সঙ্গে ১০ সেপ্টেম্বরের বিতর্কে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
কমলার প্রচার শিবিরের একজন কর্মকর্তা বলেন, এবিসিতে ১০ সেপ্টেম্বরের বিতর্কে ট্রাম্পের অংশগ্রহণ করার ওপর, তার সঙ্গে পরবর্তীতে বিতর্কে বসার বিষয়টি নির্ভর করছে। অবশ্য কমলার প্রচার শিবির এরই মধ্যে সংবাদমাধ্যম ফক্সের বিতর্কে অংশ নেওয়ার কথা নাকচ করে দিয়েছে।