স্বামীর নির্যাতনের শিকার টিভি উপস্থাপক আয়েশা
পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপক আয়েশা জাহানজেব স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নির্দেশনায় পর তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই নারী উপস্থাপক জানান, স্বামী হারিসের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। এক পর্যায়ে তাকে শারীরিক নির্যাতন করা হয়। পরে স্বামী হারিসের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন আয়েশা জাহানজেব।
পুলিশ জানিয়েছে, আয়েশা জাহানজেবের স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর পরই তার স্বামী হারিসকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে উপস্থাপক আয়েশা জাহানজেবের ওপর স্বামীর নির্যাতনের বিষয়টি জানার পরই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ বিষয়ে তৎপর হয়েছেন। বিষয়টি নজরে এনে পুলিশের কাছে প্রতিবেদন চেয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী আয়েশা জাহানজেবকে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে মরিয়ম বলেন, নারীরা আমাদের রেড লাইন, তাদের প্রতি সহিংসতা বরদাশত করা হবে না।