reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০২৪

ল্যানসেটের সতর্কবার্তা

গাজায় নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ৮৬ হাজার

ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামালায় নিহতের সংখ্যা এক লাখ ৮৬ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে মেডিকেল বিষয়ক জার্নাল ল্যানসেট। গতকাল রোববার (৮ জুলাই) জার্নালটির একটি সমীক্ষার বরাতে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

গাজায় এখন ২৩ লাখ মানুষ বসবাস করেন। ৯ মাস ধরে যুদ্ধ চলায় তারা প্রায় সবাই এখন বাস্তুচ্যুত। যদি ল্যানসেটের সতর্কবার্তা সত্য হয় তাহলে এই যুদ্ধে গাজার মোট জনসংখ্যার ৮ শতাংশ মানুষ প্রাণ হারাবেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে ল্যানসেটের সমীক্ষায় সতর্ক করে বলা হয়েছে, স্বাস্থ্যকেন্দ্র, খাদ্য বিতরণ নেটওয়ার্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ধ্বংসের কারণে নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।

জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, অনেক দেশ তাদের অর্থ সহায়তা প্রদান বন্ধ করে দিচ্ছে। এর ফলে এই মানবিক সংকটের আরও অবনতি হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গাজার ৩৫ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। এসব ধ্বংসস্তূপের নীচে ১০ হাজারের বেশি মরদেহ চাপা পড়েছে বলে মনে করা হয়।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে। কয়েক সপ্তাহ আগে দুপক্ষের মাঝে একটি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনায় অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লেনসেট,বন্দিবিনিময়,চিকিৎসা,গাজা,হামলা,হামাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close