reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুলাই, ২০২৪

বন্যা ও ভূমিধসে নেপালে নিহত ১৪

ছবি : সংগৃহীত

নেপালে গত কয়েকদিনের ধারাবাহিক ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জন মারা গেছেন। আরও নয় ব্যক্তি নিখোঁজ আছেন।

রোববার (৭ জুলাই) নেপালের পুলিশের এসব তথ্য জানিয়েছে।

এএফপির খবরে বলা হয়, প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশেও বন্যায় বড় আকারে ক্ষয়ক্ষতি হয়েছে এবং লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র ডান বাহাদুর কারকি এএফপিকে বলেন, পুলিশ অন্যান্য সংস্থা ও স্থানীয়দের সঙ্গে কাজ করে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরে বর্ষা মৌসুমের ধারাবাহিক বৃষ্টির কারণে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ দেখা দেয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রাণনাশী বন্যা ও ভূমিধসের মাত্রা বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও সড়ক নির্মাণের সংখ্যা বেড়ে যাওয়ায় বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়েছে।

বেশ কিছু নিচু অঞ্চল ইতোমধ্যে পানিতে নিমজ্জিত হয়েছে। বিশেষত, ভারত-নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে এই প্রবণতা দেখা যাচ্ছে।

গত মাসে নেপালে প্রবল ঝড় দেখা দেয়। ঝড় থেকে সৃষ্ট ভূমিধস, বজ্রপাত ও বন্যায় অন্তত ১৪ জন মারা যান। ভারতের আসামে গত ২৪ ঘণ্টায় ছয় জন মারা গেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেপালে বন্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close