reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুন, ২০২৪

মোদি রোববার শপথ নেবেন

ছবি : সংগৃহীত

তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আগামী রোববার সন্ধ্যায় শপথ নেবেন। ভারতের দ্বিতীয় বৃহত্তম জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বলা হয়েছিল, আগামীকাল শনিবারই শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতের ইতিহাসে দ্বিতীয় নেতা হিসেবে তিনি তিনবারের মতো প্রধানমন্ত্রীর পদ পেতে যাচ্ছেন। এর আগে শুধু জওহরলাল নেহেরু তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন।

সাত দফা ধরে চলা লোকসভা নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ ২৯৩ আসনে জয়ী হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোটের মোট আসনসংখ্যা হয়েছে ২৩৩টি।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ২৪০ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। এবার মোদির দল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সে ক্ষেত্রে এনডিএ জোট শরিকদের ওপর নির্ভর করতে হবে বিজেপিকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোদি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close