reporterঅনলাইন ডেস্ক
  ২০ নভেম্বর, ২০২৩

ইসরায়েলি সংযোগ থাকা পণ্যবাহী জাহাজ জব্দ করল হুথি গোষ্ঠী

ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রবিবার (১৯ নভেম্বর) লোহিত সাগরের শিপিং রুটে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ‘গ্যালাক্সি লিডার’ নামে একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, দুই ডজনেরও বেশি ক্রু সদস্যকে জিম্মি করা হয়েছে। খবর ফরাসি সংবাদ সংস্থা এপি’র

জাহাজটির জব্দের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, বাহামার পতাকাবাহী ওই জাহাজটিতে বুলগেরিয়া, ফিলিপাইন, মেক্সিকো এবং ইউক্রেনসহ বিভিন্ন দেশের অন্তত ২৫ জন নাবিক ছিলেন। তবে এর মধ্যে কোনো ইসরায়েলি ছিলেন না।

জাহাজ ছিনতাইয়ের ঘটনাটিকে ‘ইরানের সন্ত্রাসী কার্যকলাপ’ হিসেবে আখ্যায়িত করেছে নেতানিয়াহুর দপ্তর। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে ‘বৈশ্বিক পরিণতির জন্য অত্যন্ত গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছে।

এদিকে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বলেছে, তারা ইসরায়েলের সঙ্গে সংযোগের কারণে জাহাজটি জব্দ করেছে এবং ক্রুদের জিম্মি করেছে। গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছে, তারা গাজার হামাস শাসকদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলিদের সঙ্গে যুক্ত বা মালিকানাধীন আন্তর্জাতিক জলসীমায় জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে। হুতিরা বলেছে, ইসরায়েলের মালিকানাধীন সমস্ত জাহাজ বা তার সঙ্গে চুক্তি করা হাজাজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

জব্দ জাহাজটির একটি স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম ট্র্যাকার ছিল। কিন্তু ডেটা বলছে, এর সুইচ বন্ধ করা ছিল। সাধারণত নিরাপত্তার কারণে জাহাজের স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম চালু রাখা হয়। তবে নাবিকেরা যদি মনে করেন, তারা লক্ষ্যবস্তু হয়েছেন- এ ক্ষেত্রে এর সুইচ বন্ধ করে দেয়া হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসরায়েল,পণ্যবাহী জাহাজ,লোহিত সাগর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close