reporterঅনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর, ২০২৩

গাজার হাসপাতালের অভিযানে ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

ফাইল ছবি

সশস্ত্র হামাস যোদ্ধাদের গোপন সুড়ঙ্গ এবং গোলাবারুদ রয়েছে এমন সন্দেহের জেরে কয়েক দিন ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতালগুলোতে হামলার পর এক ইসরায়েলি নারীর মৃতদেহ পাওয়ার তথ্য জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গতকাল সিএনএন ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে জানায়, (১৬ নভেম্বর) আল-শিফা হাসপাতালের বেসমেন্টে অভিযানের সময় ৬৫ বছর বয়সী এক ইসরায়েলি নারীর মৃতদেহ পাওয়া গেছে।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) সেখানে অভিযান চালায় তারা। ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে হাসপাতাল ভবনের ভেতরে ঢুকে পড়ে ইসরায়েলি বাহিনী। এরপর সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও যুদ্ধের বর্ম উদ্ধারের দাবি করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিত ওয়েইসের নামে ইসরায়েলের কিবুতজ বেইরির এক বাসিন্দার মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসেছে ইসরায়েলি সৈন্যরা। যদিও বিবৃতিতে তার হত্যার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল বাহিনী।

আইডিএফ জানায় ৭ অক্টোবর হামলায় আটক হওয়া ২১২ জন জিম্মির মধ্যে ছিলেন ওয়েইস, আর নিহত ১২০০ ইসরায়েলির মধ্যে ওয়েইসের স্বামী স্যামুয়েলও ছিলেন।

হাসপাতালে হামলার ঘটনায় রোগী, হাসপাতালে আশ্রয় নেয়া বেসামরিক ফিলিস্তিনি ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরুতে হাসপাতালে কোনও গোপন সুড়ঙ্গ বা হামাসের কোনও যোদ্ধার সন্ধান পাওনা না গেলেও। পরে আইডিএফ জানায়, আল-শিফার বেসমেন্টে হামাসের গোপন সুড়ঙ্গ এবং গোলাবারুদের পাশাপাশি একজন ইসরায়েলি নারীর মৃত দেহও পাওয়া গেছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজা,ইসরায়েল,হামাস,আল শিফা হাসপাতাল,ফিলিস্তিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close