reporterঅনলাইন ডেস্ক
  ০৩ অক্টোবর, ২০২৩

নেপালে জোড়া ভূমিকম্পের আঘাত, কাঁপল ভারতও

ছবি : সংগৃহীত

পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশ ও অন্যান্য কয়েকটি রাজ্যেও।

মঙ্গলবার স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে প্রথম ৪.৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে দেশটিতে। এর ২৬ মিনিট পর ৬.২ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, নেপালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে। আর ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তবে উভয় দেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জোড়া ভূমিকম্প,ভূমিকম্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close