reporterঅনলাইন ডেস্ক
  ০৩ অক্টোবর, ২০২৩

নয় মাসে ৩ হাজার হত্যাকাণ্ড

হাইতিতে ‘বহুজাতিক’ বাহিনী পাঠাতে জাতিসংঘে অনুমোদন

ছবি : সংগৃহীত

সন্ত্রাস মোকাবিলায় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিকে সহায়তার পক্ষে অবস্থান নিয়ে ‘বহুজাতিক’ বাহিনী পাঠাতে অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মিশনটি কেনিয়ার নেতৃত্বে পরিচালনার পক্ষে ভোট পড়ে ১৩ সদস্যের।

২০২১ সালে নিজ বাসায় আততায়ীর গুলিতে নিহত হন হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইসি। এরপর দেশটিতে ছোট-বড় অনেক গ্যাং মাথাচাড়া দিয়ে উঠে। চরম আতঙ্কের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। হত্যা ও লুটপাট নিয়মিত ঘটনা। কোনভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

এমন বাস্তবতায় করণীয় নিয়ে সোমবার (২ অক্টোবর) জাতিসংঘের সদর দফতরে ভোট আয়োজন করে নিরাপত্তা পরিষদ। বহুজাতিক বাহিনী পাঠানোর প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ভোট দেয় ১৩ সদস্য। ভোট দানে বিরত ছিল রাশিয়া ও মিত্র চীন।

এ বিষয়ে হাইতির পররাষ্ট্রমন্ত্রী জিন ভিক্টর জিনিয়াস সোমবারের ভোটকে সাধুবাদ জানিয়ে নিরাপত্তা পরিষদের দেশগুলোকে দ্রুত এই সহায়তা পাঠানোর আহ্বান জানান। তিনি বলেছেন, ‘এটি একটি সাধারণ ভোটের চেয়েও বেশি। যা দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর সঙ্গে সংহতি প্রকাশ। যারা দীর্ঘদিন সহিংসতার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য আশার আলো।’

সন্ত্রাসীদের উৎপাত বন্ধে এতদিন আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে আসছিলেন হাইতির বর্তমান প্রেসিডেন্ট এরিয়েল হ্যানরি। বিষয়টি নিয়ে জাতিসংঘ কোনও সমাধানে আসতে না পারায় ঝুলে ছিল।

জাতিসংঘের এক পরিসংখ্যানে দেখা গেছে, ৫২ লাখ জনবসতির দেশটিতে প্রায় অর্ধেকের মানবিক সহায়তা প্রয়োজন। গ্যাং দাপটে বাস্তচ্যুত অন্তত ২ লাখ মানুষ। সন্ত্রাসীদর হাতে চলতি বছরই প্রাণ হারিয়েছেন ৩ হাজার। অপহরণের শিকার হয়েছেন দেড় হাজার মানুষ। সূত্র: আল জাজিরা

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতিসংঘ,হাইতি,হত্যাকাণ্ড,বহুজাতিক বাহিনী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close