reporterঅনলাইন ডেস্ক
  ০৩ অক্টোবর, ২০২৩

মার্কিন স্পিকার কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে অনাস্থ প্রস্তাব

ছবি : সংগৃহীত

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তারই দল রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতা। এ অবস্থায় স্পিকারের পদ হারানোর ঝুঁকির মুখে তিনি।

শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে তহবিল বিল পাসে ভূমিকা রেখে আলোচনায় ছিলেন ম্যাকার্থি। কিন্তু দুদিন না যেতেই সোমবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ। নিয়ম অনুযায়ী আগামী দুদিনের মধ্যে প্রস্তাবটির ওপর ভোট হওয়ার কথা রয়েছে। কিন্তু তাতে উতরে যাওয়ার পাল্লা ভারী। কারণ, মার্কিন ইতিহাসে কোনও প্রতিনিধি পরিষদের স্পিকার এভাবে পদচ্যুত হননি।

রিপাবলিকানদের মধ্যে কট্টরপন্থি নেতা হিসেবে পরিচিত ম্যাট গ্যাটেজ। ম্যাকার্থির সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে তার। পুরনো দ্বন্দ্ব দেখা দিয়েছে নতুন করে। সোমবারের বক্তব্যে ইউক্রেনে তহবিল সংক্রান্ত হোয়াইট হাউজের সঙ্গে গোপনে একটি চুক্তিতে যাওয়ার জন্য ম্যাকার্থির বিরুদ্ধে অভিযোগ আনেন গ্যাটেজ। যদিও বিষয়টি অস্বীকার করে স্পিকার ম্যাকার্থি বলেছেন, ইউক্রেন ইস্যুতে আলাদা কোনও চুক্তি হয়নি।

তবে শাটডাউন ঠেকাতে তহবিলটি পাস করা নিয়েই কেভিন ম্যাকার্থির ওপর কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ বলে জানা গেছে। এ ঘটনায় সামাজিক মাধ্যমে পোস্টে ম্যাটকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, ‘ঠিক আছে, বিষয়টি সামনে আনুন।’

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ক্ষমতার অনুসারে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর স্পিকারের অবস্থান। কংগ্রেসের এজেন্ডা নির্ধারণ করেন এবং বিল আটকে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মার্কিন,প্রতিনিধি পরিষদ,স্পিকার,কেভিন ম্যাকার্থি,শাটডাউন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close