প্রতিদিনের সংবাদ ডেস্ক
ভয়ে কারাবাখ ছাড়ছেন আর্মেনীয়রা
নাগারনো-কারাবাখ ছেড়ে এরই মধ্যে পালিয়ে আর্মেনিয়ায় চলে গেছেন শত শত আর্মেনীয়। অঞ্চলটি আজারবাইজানের কবজায় যাওয়ার কয়েকদিন পরই জাতিগত নিধনের ভয়ে পালিয়ে যাচ্ছেন তারা।
আজারবাইজান এ সপ্তাহের শুরুতে ১ লাখ ২০ হাজার আর্মেনীয় অধুষ্যিত ওই অঞ্চল দখল করে এবং সেখানকার অধিবাসীদের নাগরিক হিসেবে সমানাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অঞ্চলটি পুনরায় একীভূত করবে বলে জানায়। তবে সেখানকার জাতিগত আর্মেনীয়রা নিধনযজ্ঞের শিকার হতে পারে বলে আর্মেনিয়া সতর্ক করেছে।
এই আশঙ্কার মুখে রবিবার কারাবাখ ছেড়ে যাওয়া প্রথম আর্মেনীয় দলটিতে ছিল প্রায় ৪০০ মানুষ। আর্মেনিয়া বলেছে, তারা পালাতে চাওয়া যে কাউকেই সহায়তা করবে। সেই সঙ্গে হুশিয়ার করেছে, আর্মেনীয়রা দলে দলে পালাতে থাকলে আজারবাইজান কর্তৃপক্ষই দোষের ভাগী হবে।
নাগারনো-কারাবাখের আর্মেনীয় নেতা সামভেল শাহরামানিয়ানের উপদেষ্টা ডেভিড বাবায়ান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার জাতির প্রায় প্রত্যেকেই অঞ্চল ছেড়ে যাবে বলেই তিনি মনে করছেন। ডেভিড বলেন, ‘তার (সামভেল) মানুষরা আজারবাইজানের অংশ হিসেবে থাকতে চায় না। ৯৯ দশমিক ৯ শতাংশ মানুষই আমাদের এই ঐতিহাসিক ভূমি ছেড়ে চলে যেতে চায়।’ সূত্র : বিবিসি।
পিডিএস/মীর