reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০২৩

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ১৪, অপহরণের শিকার ৬০

নাইজেরিয়ায় পৃথক দুই সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই সেনাসদস্য রয়েছেন। এ ছাড়া হামলার পর নারী ও শিশুসহ অন্তত ৬০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসী বন্দুকধারীরা। রবিবার দেশটির উত্তরাঞ্চলে এ ঘটনা দুটি ঘটে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, রবিবার নাইজেরিয়ায় বন্দুকধারীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে আটজনকে হত্যা এবং পরে কমপক্ষে ৬০ জনকে অপহরণ করে বলে স্থানীয় এক নেতা ও বাসিন্দারা জানিয়েছেন।

এদিকে, একই দিন দেশের উত্তর-পূর্বে সন্দেহভাজন বিদ্রোহীরা সামরিক নিরাপত্তার অধীনে থাকা একটি গাড়ির কনভয়ে অতর্কিত হামলা চালায়। এতে দুই সৈন্য এবং চার বেসামরিক নাগরিক নিহত হন বলে পুলিশের একটি সূত্র এবং প্রত্যক্ষদর্শী একজন গাড়িচালক জানান।

হামলাকারীরা পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি ট্রাক নিয়ে চলে যায় বলে ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অপহরণ,সন্ত্রাসী হামলা,নাইজেরিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close