প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ সেপ্টেম্বর, ২০২৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমিরাতে ছুটি তিন দিন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর দিন সরকারি ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) দেশটিতে ঈদে মিলাদুন্নবী পালিত হবে।

এবার দেশটিতে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা তিন দিনের ছুটি পাচ্ছেন। কারণ দেশটিতে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার। এর সঙ্গে শুক্রবার যোগ হয়ে তারা টানা তিন দিনের ছুটি পাচ্ছেন।

তবে দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে সরকারি এবং বেসরকারি উভয় কর্মীদের ক্ষেত্রে তিন দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। ফলে সারা দেশেই এ সময় উৎসবের আমেজ বিরাজ করবে।

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ মহানবী (সা.)-এর জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করেন। বাংলাদেশেও ঈদে মিলাদুন্নবীর দিন সাধারণ ছুটি।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছুটি,ঈদে মিলাদুন্নবী,আরব আমিরাত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close