reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২৩

বাইডেনের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন জেলেনস্কি

ফাইল ছবি

ক্যাপিটল হিল এবং হোয়াইট হাউসে আগামী সপ্তাহে দেখা যেতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। এ সময় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলবে।

ইউক্রেনের জন্য ২১ বিলিয়ন ডলারের সামরিক ও মানবিক সহায়তা প্রদানের বিষয়ে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে। ঠিক এমন সময়ে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, আগামী বৃহস্পতিবার জেলেনস্কি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। কংগ্রেস থেকেও এই সফরের বিষয়ে ইঙ্গিত মিলেছে। যদিও জেলেনস্কির সফরের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

বাইডেন ইউক্রেনে অতিরিক্ত সামরিক সহায়তার জন্য ১৩ বিলিয়ন ডলার এবং মানবিক সহায়তার জন্য ৮ বিলিয়ন ডলারের প্যাকেজ চেয়েছেন। তবে কয়েকজন রক্ষণশীল রিপাবলকান আইনপ্রণেতা ফেডারেল খরচ কমানোর জন্য চাপ দিচ্ছেন। অনেকে আবার বিশেষভাবে ইউক্রেনে অর্থ বন্ধ করতে চাইছেন। কারণ মার্কিন সরকারকে চলমান রাখতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক বরাদ্দ বিল পাস করার চেষ্টা করছে কংগ্রেস। সূত্র: রয়টার্স

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র,ইউক্রেন,অস্ত্র সহায়তা,জেলেনস্কি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close