
০৫ জুন, ২০২৩
বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্প

বঙ্গোপসাগরে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৯। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার (৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে। বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ৭ মাসে এ অঞ্চলে কমপক্ষে তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন