reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জুন, ২০২৩

পৃথিবীতে নিরাপদে ফিরলেন চীনের তিন নভোচারী

চীনের মহাকাশ স্টেশন থেকে দেশটির তিন নভোচারী পৃথিবীতে নিরাপদে ফিরেছেন। ‘মিশন সম্পূর্ণ সফল’ উল্লেখ করে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রবিবার এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, মহাকাশ যান সেনঝু-১৫ চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার অবতরণস্থলে নিরাপদে ফিরে এসেছে।

খবরে আরো বলা হয়েছে, নভোচারী ফেই জুনলং, দেং কিং মিং এবং ঝাং লু ক্যাপসুল থেকে সুস্থ শরীরে বের হয়ে এসেছেন। মিশন পুরোপুরি সফল বলেও এতে উল্লেখ করা হয়।

এ তিন নভোচারী ছয় মাস তিয়াংগঙ মহাকাশ স্টেশনে ছিলেন। সেখানে তারা স্পেসওয়াকসহ নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। এদিকে চীন গত সপ্তাহে প্রথম বেসামরিকসহ আরো তিন নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ হতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সেনাপরিচালিত মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নভোচারী,মহাকাশ,চীন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close