মেকাপে বদলে গেলা চেহারা, মাকে চিনতে না পেরে শিশুর কান্না
মেকআপ করে চেহারায় এমন পরিবর্তন এনেছেন যে নিজের শিশু সন্তান মাকে চিনতে পারছে না। মায়ের মুখ দেখে হাউ হাউ করে কেঁদে উঠল বাচ্চাটি। সম্প্রতি সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, নীল ল্যাহেঙ্গা পরে সুন্দর করে সেজেছেন এক নারী। মুখে ভারী মেকআপ করেছেন তিনি। চোখের পাতা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সাজিয়েছেন নতুন করে।
মেকআপের পর ওই নারীকে দেখতে সুন্দর লাগছে ঠিকই, কিন্তু নিজের ছেলে তাকে চিনতেই পারেনি। শিশুকে কোলে তুলে নিতে গিয়েছিলেন মা। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দূরে সরে গিয়েছে বাচ্চাটি। সোফায় বসে মায়ের দিকে তাকিয়ে হাত, পা ছুড়ে চিৎকারও করতে দেখা গিয়েছে শিশুটিকে।
সামাজিকমাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে। নানা জনে এতে নানান মন্তব্যও করেছেন। কেউ বলেছেন, ‘মেকআপ খুব সাংঘাতিক জিনিস।’ কেউ আবার অবাক হয়ে বলেছেন, ‘মেকআপের কী মহিমা!’ অনেকে অবশ্য সন্তানের যত্ন না নেওয়ার অভিযোগ করে মায়ের সমালোচনা করেছেন।
পিডিএস/এমএইউ