সংঘাত কেন্দ্র করে সুদানের ওপর যুক্তরাষ্ট্রের প্রথম নিষেধাজ্ঞা
সুদানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার খবরে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনী এবং প্যারা মিলিটারি ফোর্স সংঘাতে জড়িয়েছে তার জেরে এই নিষেধাজ্ঞা।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছে সুদানের সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট দুইটি ফার্ম এবং প্যারা মিলিটারি সম্পৃক্ত আরও দুইটি ফার্ম।
হোয়াইট হাউস জানিয়েছে, যারা সহিংসতার পেছনে কলকাঠি নাড়ছেন তাদেরকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। কিন্তু তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও সহিংসতা অব্যাহত আছে। এটা মানবিক সহায়তা সরবরাহকে বাধাগ্রস্ত করছে।
জ্যাক সুলিভান আরও বলেন, বিশেষ করে খার্তুম এবং দারফুরে রক্তপাতের পরিধি এবং মাত্রা ভয়ঙ্কর।
সুদানে সংঘাত শুরু গত ১৫ এপ্রিল, ক্ষমতা দখলের দ্বন্দ্ব থেকে। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। একসময় মিত্র ছিল দুই বাহিনী। ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের রাষ্ট্রক্ষমতা দখল করে তারা। কিন্তু আরএসএফকে সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।
পিডিএস/এএমকে