
জাপানে বন্দুক ও ছুরি হামলায় নিহত অন্তত ৩

মধ্য জাপানে বন্দুক ও ছুরি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও চারজন। নাকানো শহরে বৃহস্পতিবার (২৫ মে) বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি ছুরিও ছিল। ছুরি হামলায় এক নারী ও দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ বলছে, হাসপাতালে নেওয়ার পরে ছুরিকাঘাতে আহত ওই নারীকে মৃত ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইবে এলাকার একটি বাড়িতে সন্দেহভাজন ব্যক্তি নিজেকে আটকে রেখেছেন। আশেপাশের বাসিন্দাদের মতে, সন্দেহভাজন ৩০ বছর বয়সী একজন কৃষক। এই বাড়িতেই তিনি থাকেন।
বাড়িতে কেউ জিম্মি আছেন কি না, তা জানা যায়নি। সন্দেহভাজন সানগ্লাস এবং মুখোশ পরেছিল। নিরাপত্তা বিবেচনায় এলাকার লোকজনকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
জাপানে বন্দুক সহিংসতার হার বিশ্বের সবচেয়ে কম। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে প্রতি এক লাখে চারটির বেশি আগ্নেয়াস্ত্র হত্যার ঘটনা ঘটেছে, যেখানে জাপানে তা শূন্যের কাছাকাছি। সূত্র: সিবিএস নিউজ
পিডিএস/এমএইউ