reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মার্চ, ২০২৩

ভারতে মন্দিরের কুয়ায় পড়ে নিহত ৩৫

ছবি : সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে পূজা চলাকালে মন্দিরের কুয়ার ছাদ ধসে ৩৫ জন নিহত হয়েছেন। একই ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো একজন।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলেছে, বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে শ্রী বালেশ্বর মন্দিরে কয়েকশ’ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজা চলাকালীন কিছুসংখ্যক পুণ্যার্থী মন্দিরের ভেতরের একটি কূপের ছাদে উঠে পড়েন। কূপটি বহু পুরোনো। সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই ছাউনির উপর উঠতেই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে দুর্ঘটনার ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও অভিযান এখনো চলছে।

ইন্দোরের প্যাটেল নগর এলাকার কালেক্টর সংবাদ মাধ্যমকে জানান, মর্মান্তিক এ দুর্ঘটনায় মোট ৩৫ জন মারা গেছেন, একজন নিখোঁজ এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে ইতোমধ্যেই বাড়ি ফিরেছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,কুয়া,ছাদ ধস,মধ্যপ্রদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close