reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মার্চ, ২০২৩

জার্মানির হামবুর্গে গুলিবর্ষণে নিহত দুই

ছবি : সংগৃহীত

জার্মানির বন্দরনগরী হামবুর্গে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এই নগরীতে চলতি মাসে এটি দ্বিতীয় দফায় এলোপাতারি গুলিবর্ষণের বড় ঘটনা। চলতি মাসের শুরুর দিকে এধরনের নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় আট ব্যক্তি প্রাণ হারান।

হামবুর্গের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহত দুই ব্যক্তির একজন সম্ভবত সন্দেহভাজন গুলিবর্ষণকারী। ধারণা করা হচ্ছে, তিনি অন্য একজন ব্যক্তিকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালানোর পর নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন।

প্রাথমিক ব্যবস্থা গ্রহণের পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জার্মান পুলিশ বলেছে, তারা একটি অভিযান সমাপ্ত করেছে এবং এই গুলিবর্ষণের কারণ অনুসন্ধান করছে।

জার্মানির বিল্ড পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে, হামবুর্গের লাঙ্গেনহর্ন এলাকায় শনিবার মধ্যরাতের দিকে গুলিবর্ষণের পর পুলিশকে ডাকা হয়। এরপর ঘটনাস্থলে ২৪ টিরও বেশি জরুরি সেবার গাড়ি চলে আসে।

পুলিশ সেখানে দুইটি ভবনের মাঝের স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করে। দুজনই গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মারা গেছে।

সূত্র : ডয়চে ভেলে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুলি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close