reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মার্চ, ২০২৩

ভারতে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ রাশিয়া

ফাইল ছবি

ভারতকে দেওয়া অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না রাশিয়া। মূলত ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে এই অবস্থায় পড়েছে দেশটি। ভারতের বিমান বাহিনী নিজেই এই তথ্য সামনে এনেছে।

এদিকে রুশ অস্ত্রের প্রতিশ্রুত সরবরাহে ঘাটতির কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। বৃহস্পতিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়া ভারতের সেনাবাহিনীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে পারছে না বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

রয়টার্স বলছে, রাশিয়ার এই অক্ষমতায় নয়াদিল্লি উদ্বিগ্ন হয়ে উঠেছে। কারণ রাশিয়া হচ্ছে ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকাররী দেশ। আর তাই নয়াদিল্লির আশঙ্কা, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আক্রমণ ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক সরবরাহকে প্রভাবিত করতে পারে।

মূলত ভারতীয় বিমান বাহিনীর এই বিবৃতিকে ভারতের সামরিক সরঞ্জাম ঘাটতির প্রথম আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বলে মনে করা হচ্ছে।

এদিকে ভারতীয় বিমান বাহিনীর এই বিবৃতিটি দেশটির একটি সংসদীয় কমিটির কাছে দেওয়া হয়েছিল। এছাড়া গত মঙ্গলবার এটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। বিমান বাহিনীর একজন প্রতিনিধি প্যানেলকে বলেন, রাশিয়া চলতি বছর অস্ত্রের ‘বড় ডেলিভারি’ করার পরিকল্পনা করেছে, যা হবে না।

অন্যদিকে নয়াদিল্লিতে অবস্থিত রাশিয়ান দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন: আমাদের কাছে এমন কোনও তথ্য নেই যা বিবৃতিটি নিশ্চিত করতে পারে।

এছাড়া রাশিয়ান সরকারের অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোসোবোরোনএক্সপোর্ট থেকেও তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রয়টার্স বলছে, কোন ধরনের অস্ত্র বা ঠিক কী পরিমাণ ডেলিভারি করার কথা রয়েছে; প্রকাশিত রিপোর্টে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। তবে প্রতিরক্ষা সরঞ্জামের সবচেয়ে বড় যে ডেলিভারির কাজ চলছে সেটি হলো- রাশিযার অত্যাধুনিক এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ইউনিট।

ভারত ২০১৮ সালে ৫.৪ বিলিয়ন মার্কিন ডলারে এটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল। এখন পর্যন্ত এই সিস্টেমগুলোর মধ্যে তিনটি রাশিয়া ডেলিভারি সম্পন্ন করেছে এবং আরও দু’টি ডেলিভারির অপেক্ষায় রয়েছে।

এছাড়া নিজেদের এসইউ-৩০এমকেআই এবং মিগ-২৯ ফাইটার জেটের স্পেয়ার পার্টসের জন্যও রাশিয়ার ওপর নির্ভর করে ভারতীয় বিমান বাহিনী। মূলত রাশিয়া এবং তারও আগে সোভিয়েত ইউনিয়ন কয়েক দশক ধরে ছিল ভারতের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রধান উৎস।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুসারে, ২০১৭ সাল থেকে অস্ত্র আমদানিতে ভারত ১৮.৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। এর মধ্যে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার জন্য দেশটি ব্যয় কয়েছে ৮.৫ বিলিয়ন ডলার।

অবশ্য গত দুই দশক ধরে নয়াদিল্লি প্রতিরক্ষাখাতে মস্কোর ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করেছে। একই সময়ে দেশটি ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে এগিয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,রাশিয়া,অস্ত্র সরবরাহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close