reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মার্চ, ২০২৩

একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বুধবার (২২ মার্চ) একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের যৌথ সামরিক মহড়া চলাকালে সবশেষ এ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এটি গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। এ মহড়ার মধ্যে আগেও একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

‘ফ্রিডম শিল্ড ২৩’ নামের মহড়াটি গত ১৩ মার্চ শুরু হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) মহড়াটি শেষ হয়। মহড়াটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে পিয়ংইয়ং। তাই তারা মহড়া শুরুর আগে-পরে ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, বুধবার পূর্ব সাগর অভিমুখে উত্তর কোরিয়ার একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে সিউল। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বিস্তারিত তথ্য বিশ্লেষণ করছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা পরিকল্পনা অনুযায়ী যৌথ মহড়াটি সফলভাবে শেষ করেছে।

উত্তর কোরিয়া এ ধরনের মহড়াকে হামলার প্রস্তুতি হিসেবে দেখেছে। তারা মহড়ার জবাবে অপ্রতিরোধ্য ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উত্তর কোরিয়া,ক্রুজ ক্ষেপণাস্ত্র,হামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close