reporterঅনলাইন ডেস্ক
  ২২ মার্চ, ২০২৩

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান পাকিস্তান ভারত

ছবি : সংগৃহীত।

আফগানিস্তানে এবং পাকিস্তানের উত্তরাংশে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যার পর এ ভূমিকম্প হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। খবরে বলা হয়, ভারতের কিছু অংশেও ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের তীব্রতা কত ছিল তা জানা যায়নি। ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্যও পাওয়া যায়নি।

গত বছর ২২ সেপ্টেম্বর আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার ও কুনারে ৬ দশমিক ১ তীব্রতার ভূমিকম্প হয়েছিল। এতে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল এক হাজার এবং আহত হয়েছিলো দেড় হাজারেরও বেশি মানুষ।

পিডিএস/এএমকে/কেএমএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আফগানিস্তান,পাকিস্তান,ভারত,শক্তিশালী ভূমিকম্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close