reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মার্চ, ২০২৩

যুক্তরাজ্যে কাবা ঘরের আদলে স্বর্ণের বার

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মুসলমান ক্রেতাদের লক্ষ্য করে পবিত্র কাবার আদলে স্বর্ণের বার বাজারে এনেছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল মিন্ট’।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম কাউন্সিল অব ওয়েলসের সঙ্গে পরামর্শ করে এ স্বর্ণের বার বাজারে আনা হয়েছে। এর নকশা করেছে ‘এমা নোবল’। প্রত্যেকটি বারের ওজন ২০ গ্রাম। এর দাম নির্ধারণ করা হয়েছে ১১১২ ইউরো।

স্বর্ণের বারটি বাজারে ছাড়া উপলক্ষে লন্ডন ম্যানচেস্টার ও গ্লাসগো শহরে তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে প্রাপ্ত অর্থ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প কবলিতদের সহায়তায় দেওয়া হয়।

মুসলিম কাউন্সিল অব ওয়েলসের আবদুল আজিম আহমেদ বলেন, কাবাকে চিত্রিত করে এই বিশেষ স্বর্ণের বারটি চালু করার জন্য রয়্যাল মিন্টের সঙ্গে কাজ করা ছিল খুবই চমৎকার।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাজ্য,কাবাঘর,স্বর্ণের বার,দ্য রয়্যাল মিন্ট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close