reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মার্চ, ২০২৩

এ বছরই বিদায় নিচ্ছে করোনা : ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। ছবি : সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনা মহামারির গুরুতর পর্যায় চলতি বছরই বিদায় নিতে পারে। এর পরিপ্রেক্ষিতে তিনি আশা প্রকাশ করে বলেন, এ বছর বিশ্বজুড়ে করোনা-সংক্রান্ত জরুরি অবস্থা আর থাকবে না। বিদায় নেবে করোনা মহামারি।

জনস্বাস্থ্য খাতের সম্মানজনক পুরস্কার ‘থমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল ইন গ্লোবাল পাবলিক হেলথ’ পেয়েছেন তেদরোস আধানোম।

সোমবার (১৩ মার্চ) এ পুরস্কার গ্রহণ করেন তিনি। এ উপলক্ষে এক বিবৃতিতে সংস্থাটির প্রধান তেদরোস আধানোম তার এ প্রত্যাশার কথা জানান। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

পিডিএসও/এমএ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,করোনা মহামারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close