
১৪ মার্চ, ২০২৩
মস্কো যাচ্ছেন শি জিনপিং

ফাইল ছবি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মস্কো যাওয়ার পরিকল্পনা করছেন। বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা একথা জানিয়েছেন। এ সাক্ষাৎ পূর্বে প্রত্যাশিত সময়ের চেয়ে দ্রুত হবে।
সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, এ সফরের পরিকল্পনা এমন একসময়ে সামনে এসেছে যখন চীন ইউক্রেনে শান্তির প্রস্তাব করছে। এ প্রচেষ্টায় রাশিয়ার প্রতি চীনের কূটনৈতিক সমর্থনের কারণে পশ্চিমাদের সংশয় রয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস ৩০ জানুয়ারি জানিয়েছে, পুতিন বসন্তে শি জিনপিংকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল গত মাসে জানিয়েছে, এপ্রিল বা মে মাসের শুরুতে মস্কো সফর করতে পারেন শি।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন