reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

পেরুতে ভূমিধসে নিহত ১৫

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন এবং নিখোঁজ রয়েছেন দুজন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সোমবার (৬ ফেব্রুয়ারি) জানিয়েছে কর্তৃপক্ষ।

পেরুর দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে। আরেকুইপা অঞ্চলের ন্যাশনাল সিভিল ডিফেন্স ইনস্টিটিউটের অধিদপ্তর বলেছে, প্রবল বৃষ্টির ফলে রবিবার থেকে কাদা ও পাথরের ঢেউ শুরু হয়েছিল। এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। খবর ব্যারোনসের।

নিকোলাস ভ্যালকারসেল নামে একটি এলাকার চারটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকুইপার গভর্নর রোহেল সানচেজ ক্যানাল এন টেলিভিশনকে বলেছেন, এ চারটি শহরের পরিস্থিতি সত্যিই খারাপ। তিনি আরো বলেন, গ্রামের কাছাকাছি পাহাড়ে খনি শ্রমিকরা কাজ করছিলেন। সম্ভবত তারা ভেসে গেছেন।

সানচেজের মতে, আরেকুইপা জুড়ে প্রায় ১২ হাজার মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকুইপার কর্মকর্তারা রাজধানী লিমার সরকারকে এ অঞ্চলের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে বলেছেন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পেরু,ভূমিধস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close